কেমন ছাত্ররাজনীতি দেখতে চান, জানালেন শিক্ষার্থীরা
নতুন বাংলাদেশে কেমন ছাত্ররাজনীতি দেখতে চান তা জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে জানিয়েছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ তৃণমূলের শিক্ষার্থীদের কাছে গেলে তারা দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন৷ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই উদ্যোগ নিয়েছে ছাত্রদল৷
নিজ দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তিন দিন আগে ১০ দিনের সফরে বরিশাল বিভাগে গেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷ আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেন তিনি৷ সংলাপকালে শিক্ষার্থীরা আগামীর ছাত্র রাজনীতি নিয়ে নিজেদের মতামত জানান৷ শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি তারা বন্ধ চান না৷ তবে, সুস্থ ধারার ছাত্র রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পক্ষে মতামত দেন।
এ ছাড়া বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মত ঘটনার আর ক্যাম্পাসে দেখতে চান না বলেন জানান শিক্ষার্থীরা৷