সমকালের শিবচর প্রতিনিধি মোহাম্মদ আলী আর নেই

দৈনিক সমকালের মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মৃধা। ছবি : এনটিভি
দৈনিক সমকাল পত্রিকার মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মৃধা (৪৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মোহাম্মদ আলী মৃধা। তিনি নয় বছরের এক ছেলে ও পাঁচ বছরের মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মোহাম্মদ আলী মৃধার মরদেহ নিজ গ্রাম পাঁচ্চরের গোয়ালকান্দায় লাবলু সিদ্দিকীর বাড়ির মসজিদ মাঠে জানাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মোহাম্মদ আলী মৃধার মৃত্যুতে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।