মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে চার সংগঠনের যৌথ বিবৃতি
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের দ্রুত কারামুক্তি দাবি করেছে ক্যাপিটাল জাস্টিস পানিশমেন্ট প্রজেক্ট, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, সিডনি পলিসি অ্যান্ড এনালিসিস সেন্টার ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি শীর্ষক চার সংগঠন। যৌথ বিবৃতিতে বাংলাদেশের জনগণের বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনগুলো।
মঙ্গলবার (১ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে মানবাধিকার ও গবেষণা সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘নির্ভীক সাংবাদিকতা ও সত্য ভাষণের জন্য ড. মাহমুদুর রহমান দীর্ঘ সময়কাল ধরে বাংলাদেশে সরকারি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গুরুতর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ফিরে পূর্ববর্তী সরকারের পরিচালিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার রায়ে তাঁর কারাগারে যেতে বাধ্য হওয়া একটি অগ্রহণযোগ্য বিষয়।’ বিবৃতিতে অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দেয়ার জন্য এবং তাঁর অনুপস্থিতিতে প্রদত্ত অন্যায় কারাদণ্ড বাতিলের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্টের প্রেসিডেন্ট স্টিফেন কেইম এসসি, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ পরিচালক শিবলী সোহাইল, সিডনি পলিসি অ্যান্ড এনালিসিস সেন্টারের নির্বাহী পরিচালক ড. মুবাশ্বার হাসান এবং গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির পরিচালক ড. ফারুক আমিন বিবৃতিতে স্বাক্ষর করেন।
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের দীর্ঘ কারাজীবন, তাঁর সঙ্গে ঘটা রাষ্ট্রীয় নিবর্তনমূলক আচরণ এবং সর্বশেষ জীবননাশের উদ্দেশ্যে হামলার শিকার হওয়ার পর নির্বাসনে জীবনযাপন করতে বাধ্য হওয়ার মতো ঘটনাগুলোর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘জামিনের আবেদন করার পরও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর একটির কারণে তাকে কারাবন্দি হতে হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ড. মাহমুদুর রহমানের কারাবন্দি হওয়ার মাধ্যমে এটিই প্রতীয়মান হয়, জনগণের বিপ্লবের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং স্বৈরাচারের অনুগত বিচার বিভাগের অন্যায়ের শিকার মানুষদের হয়রানির প্রতিবিধান করার প্রতি ড. মুহাম্মদ ইউনুসের সরকার এখনও যথাযথ গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছে।’