দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবী টিম : আজাদ
বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে আছি। দুর্গাপূজা উপলক্ষে অঙ্গ সংগঠনের সমন্বয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। আড়াইহাজার উপজেলায়ও স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবী টিম কাজ করবেন। যাতে দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় নজরুল ইসলাম আজাদ এসব কথা বলেন।
বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পাশাপাশি থাকব ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করছি। নিরাপত্তার পাশাপাশি আর্থিক সহযোগিতায় বিএনপির পক্ষে আমরা করবো। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই পাশাপাশি থেকে সহযোগিতা ও সহমর্মিতা নিয়ে বসবাস করবো।
নজরুল ইসলাম আজাদ বলেন, বিগত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষ আড়াইহাজারে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা দখল থেকে শুরু করে মন্দিরও ভাঙচুর হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত কয়েকদিন ধরে ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে জানতে পারছি যে, অনেক স্থানে হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়ন হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে হিন্দুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন, সেনা কর্মকর্তা ইয়ামিন, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসূফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।