সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর কারাগারে
রাজধানীর ধানমণ্ডি এলাকায় আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ শনিবার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম রিমান্ড শেষে আসামিকে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহফুজুর রহমান এ বিষয়ে জানিয়েছেন। তিনি আরও বলেন, গত ১ অক্টোবর এ মামলায় জাহাংগীর আলমকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার সিএমএম আদালত। সে রিমান্ড শেষে হলে আজ আদালতে হাজির করা হয়।
গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে সাবেক সচিব জাহাংগীরকে গ্রেপ্তার করা হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এরপরে সে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।