কৃষকলীগের সভাপতি সমীর চন্দ কারাগারে
রাজধানীর বাড্ডায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কৃষকলীগের সভাপতি সমীর চন্দকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরুল সাহেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ৪ অক্টোবর ঢাকার সিএমএম আদালত তিনদিন রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৩ অক্টোবর দিনগত রাত একটার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নথি থেকে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।