কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে হত্যার ঘটনায় করা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন।
রায়ে কামাল নামে অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশও দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল ও দ্বীন মোহাম্মদ নামে বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত সবাই আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ জানান, ২০০৭ সালের ২৫ জুলাই পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রং মিস্ত্রি শফিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় নিহত শফিকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরের দিন নিহত শফিকের ভাই আব্দুস সাহেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল হান্নান ও অ্যাডভোকেট আবু তালেব আমান। তাঁরা জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।