মো. মিরাজকে খুঁজছে তার বাবা-মা
মো. মিরাজ (২০) নামের বুদ্ধি প্রতিবন্ধী এই ছেলেটি ৬ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ধউর খান জামে মসজিদ সংলগ্ন কামাল মিয়ার ভাড়া বাসা থেকে বেরিয়ে যায়।
পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেটিকে না পেয়ে তার মা মোছা. মিনা খাতুন তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৩৯৯ তাং- ৮/০৭/২০২৩ ইং। ছেলেটির বাবার নাম মো. আব্দুল কালাম সেখ।
ছেলেটির গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফিট ৪ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল চেক ট্রাউজার ও হাফ হাতা সবুজ কালারের গেঞ্জি। ছেলেটি তার নিজের ও বাবা-মায়ের নাম বলতে পারে। ছেলেকে হারিয়ে অসহায় হতদরিদ্র বাবা-মা রাজধানীর বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছে।
যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে ডিএমপির তুরাগ থানা অথবা ০১৭৪৬৭০৮৯৭৬ মোবাইলফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।