আসিফের গায়ে হলুদ কি আজ রাতে বা সারজিসের বিয়ে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/11/islaami_sngiit_pribeshn_krchen_shilpiiraa_baame_o_cttttgraam_mettroplittn_pulish_kmishnaar_kaaryaalyye_snbaad_smmeln_krchen_upkmishnaar_rich_uddin_0.jpg)
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরপর থেকে একের পর এক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে পরাজিত দোসররা। এমনটাই অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গুজব ছড়িয়ে পড়ে যে, ড. ইউনূস পদ ছাড়ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন অনেকেই। এ নিয়ে ফেইসবুকে উপহাস করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’
এবার ছড়াতে শুরু করেছে আরও গুজব। যোগ হয়েছে নাকি আসিফ মাহমুদের নাম; বাদ পড়েননি সারজিস আলম ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। এবার গুজব নিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, মো. সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজো ছেলের সুন্নতে খৎনা।