উচ্চাঙ্গ সংগীতের বক্তৃতা নিয়ে কোর্সের সূচনা করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র
বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইশকুল’- উচ্চাঙ্গ সংগীতের ওপর আটটি বক্তৃতা সম্বলিত একটি কোর্সের সূচনা করেছে। প্রতি শুক্রবার সকালে উচ্চাঙ্গ সংগীতের উৎস ও পটভূমি সংবলিত নানা বিষয় নিয়ে আয়োজিত এই কোর্সটি উপস্থাপনা করছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্থপতি অধ্যাপক মুহাম্মদ আলী নকী।
ইতোমধ্যে ২৭শে সেপ্টেম্বর ‘সংগীতের সংজ্ঞা, উৎস ও পটভূমি’ এবং ৪ঠা অক্টোবর ‘সংগীতের উপাদান’- শীর্ষক দু’টি বক্তৃতা বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক মুহাম্মদ আলী নকীর অনবদ্য সরস ও অসাধারণ উপস্থাপনায় বক্তৃতাটি শ্রোতাদের মুগ্ধ ও বিমোহিত করেছে। আগামী ছয় সপ্তাহে উচ্চাঙ্গ সংগীতের ওপর আরও ছয়টি বক্তৃতা করবেন তিনি।
উচ্চাঙ্গ সংগীতপ্রেমীদের আলোকিত হওয়ার মতো এই অনন্য বক্তৃতামালার শ্রোতা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র।