জুলাই-গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। এর প্রধান করা হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে। অচিরেই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিন সদস্যের এই কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাইজুড়ে যে গণহত্যা সংঘটিত হয়, তার বিচারের জন্য এই ট্রাইব্যুনাল শিগগির তাদের বিচারকাজ শুরু করবে। এরইমধ্যে ট্রাইব্যুনালে জমা পড়েছে অভিযোগ। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমে নিয়োগ হলেও বাকি ছিল বিচারক নিয়োগ। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই এজলাসে বসবেন বিচারকরা। শুরু হবে বিচার প্রক্রিয়া। আর আজ জানালেন, তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনুমোদনের তথ্য।