আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন বিচারপতিকে সংবর্ধনা
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতিকে সংবর্ধনা দিয়েছেন অ্যার্টনি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে প্রথমে অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান তিন বিচারপতির জীবনীর ওপর আলোকপাত করেন এবং তাদেরকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে সংবর্ধনা দেন। পরে একে একে প্রসিকিউশন টিম ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল তিন বিচারপতি প্রথম কর্মদিবসে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৩৮ মিনিটে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালে প্রবেশ করেন। তবে নির্ধারিত সময় দুপুর ১২টার আগে ট্রাইব্যুনালে আসেন দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ১৪ অক্টোবর তিন বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। একইদিন সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুজন বিচারক ট্রাইব্যুনালে কাজ করবেন।’