সিএমএম আদালতে হাসিনার পক্ষে স্লোগান, গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছেন তাদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা।
আজ বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত সাড়ে ১৫ বছরে হাইকোর্ট বিভাগে নিয়োগ করা দুর্নীতিবাজ ও দলীয়কর্মীর মতো আচরণকারী বিচারপতিদের অপসারণ দাবিতে আন্দোলন থেকে সমন্বয়ক সারজিস আলম এ দাবি জানান।
সমন্বয়ক সারজিস আলম বলেন, এখনো শহীদদের রক্ত শুকায়নি। সারাদেশে আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে বিশ হাজারের মতো মানুষ। এ অবস্থায় হাসিনার দোসররা বিভিন্ন চক্রান্তে রয়েছে। আদালত চত্বরে তারা হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে। এ সাহস কোথায় পাচ্ছে? আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। এ দেশে খুনিদের পুনর্বাসন করা হবে না।
এর আগে গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই স্বৈরশাসকের সমর্থনে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়েছেন কিছু সংখ্যক আইনজীবী। সাবেকমন্ত্রী ফারুক খানকে রিমান্ড শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময় তারা এই স্লোগান দেন।
আইনজীবীরা করতালির সাথে সাথে স্লোগানে বলেন, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ফারুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।
এ সময় পুলিশ কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কে ফারুক খানকে হাজত থানায় নিয়ে যায়।
গত সোমবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ এলাকা থেকে র্যাব-১-এর মেজর আবীরের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে বিএনপিকর্মীকে হত্যা মামলায় ফারুখ খানকে রিমান্ডে নিতে আবেদন করলে দুদিনের জন্য তা মঞ্জুর করেন।