ধামরাইয়ে সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
ঢাকা জেলার ধামরাইয়ে সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইল ধুলিভিটা এলাকায় ‘এন অ্যান্ড এন সিএনজি’ নামের রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফারুক হোসেন (৫০)। তিনি ধামরাই থানার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তার পরিচয় পাওয়া যায়নি। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাসে সিএনজি গ্যাস রিফুয়েলিংয়ের সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের মালিক ও চালক ফারুক হোসেন। বিধ্বস্ত হয় মাইক্রোবাসটি। এ সময় পাশে থাকা আরেকটি সিএনজি অটোরিকশায় রিফুয়েলিংয়ের সময় গুরুতর আহত হন অজ্ঞাতনামা চালক।
ধামরাইল থানার উপ পরিদর্শক (এসআই) নাসির আহমেদ জানান, মাইক্রোবাসটির সিএনজি কনর্ভাসনের সময় থাকা ত্রুটি থেকে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।