নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের জনতার বাজার
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নাটোরে অনুষ্ঠিত হলো জনতার বাজার। নাটোর স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে থেকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে বসানো হয় এই বাজার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিজেদের সংগৃহীত অর্থে এ জনতার বাজার বসিয়েছে। সপ্তাহে দদিন এ বাজার বসানোর চেষ্টা করা হবে বলে জানান উদ্যোক্তা সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানিউল ইসলাম। এ বাজারের মাধ্যমে প্রতিকেজি মোটা চাউল ৪৫ টাকা, লাল ডিম ৪৯ টাকা হালি, কাঁচা মরিচ ২২০ টাকা কেজি, লাউ ৪৫ টাকা পিস, বেগুন ৫৫ টাকা কেজিসহ বিভিন্ন পণ্য তুলনামূলক কম মূল্যে বিক্রি করা হচ্ছে।