আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে। এখনো নাকি তিনি পদত্যাগ করেননি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার আবার দালিলিক প্রমাণ কিসের?
আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, পুনরায় কোন স্বৈরচার যেন সুযোগ না পায় সেটি খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সরকারের কাঁধে ১৮ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে সেও ২ লাখ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে।
পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।