নওগাঁয় বিরল প্রজাতির ইউরেশীয়ান কুট পাখি অবমুক্ত
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকার একটি বিরল প্রজাতির পরিযায়ী ইউরেশীয়ান কুট পাখি উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) সকালে গ্রামের ছেলেরা সীমান্ত এলাকার পুকুর থেকে ইউরেশীয়ান কুট পাখিটি ধরে বলে জানা গেছে।
খবর পেয়ে সাপাহার উপজেলার জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্যরা গিয়ে পাখিটি উদ্ধার করে।
উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি পুকুরের ধারে আহত অবস্থায় ইউরেশীয়ান কুট পাখিটি বসে থাকতে দেখে ওই গ্রামের একদল ছেলে। পরে তারা পাখিটিকে ধরে পায়ে দড়ি বেঁধে বিক্রির উদ্দেশে এলাকায় ঘুরে বেড়ায়। সংবাদ পেয়ে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্য ও স্থানীয় চকচণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম আহত পাখিটিকে তাদের হাত থেকে উদ্ধার করে সংস্থাকে জানায়। এরপর জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান সংগঠনের ছেলেদের নিয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরামর্শে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ২টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে আসে।
ইউএনও মো. মাসুদ হোসেনের পরামর্শে সংস্থার লোকজন পাখিটিকে জবই বিলের ডুমরইল অংশে মৎস্যচাষিদের উপস্থিতিতে মৎস্য অভয়াশ্রমে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, এটি খুবই দুর্বল প্রকৃতির পরিযায়ী পাখি। এরা মূলত জলচর প্রাণী। ইউরোপ, এশিয়া. অস্ট্রেলিয়া ও আফ্রিকায় বসবাস এবং বংশ বৃদ্ধি করে থাকে।