ঝিনাইদহে চাঞ্চল্যকর ৫ খুনে দুই জনের যাবজ্জীবন
ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর পাঁচ খুনের ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত আসামিরা হলেন কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও পিয়ারপুর গ্রামের (কুষ্টিয়া) মহসিন আলী।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানসহ অন্যদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেণী গ্রামের মাঠে শেখপাড়ার শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরের দিন ৫ ডিসেম্বর শৈলকুপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা করে। ২০০৫ সালের মার্চের ১ তারিখ ১৫ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট দেয়। এর মধ্যে চারজন মারা গেছেন। আদালত ২২ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে দুজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন এবং বাকিদের মামলা থেকে অব্যাহতি দেন। দণ্ডিতদের মধ্যে কালু পলাতক রয়েছেন। অপর আসামি মহসিন আলীর ডান পা নেই।