যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠোঁটকাটা আলতাফের বিরুদ্ধে অভিযোগ, সরকার পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি। গতকাল রাতে রাজধানীর উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ আলতাফকে গ্রেপ্তার করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/30/uttora_arest.jpg)
অভিযানে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করা হয়েছে। এছাড়া বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।
যৌথ বাহিনী জানায়, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।