ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২ লাখ টাকা জরিমানা, ২৫২৭ মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/02/dmp.jpg)
রাজধানীর বিভিন্ন এলাকায় দুদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ২ হাজার ৫২৭ মামলা করেছে ডিএমপি।
আজ শনিবার (২ নভেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ছাড়া অভিযানকালে ১৬৬টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর চালানো এ অভিযানে ডিএমপির ট্রাফিক বিভাগ ৯২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করেছে। আর ২ হাজার ৫২৭ মামলা করেছে।