বাধার মুখে শো-রুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরলেন মেহজাবীন
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি শো-রুম উদ্বোধনের কথা থাকলেও বাধার মুখে তা না করেই ঢাকায় ফিরেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তিনি ঢাকায় নিজের বাসায় ভালো আছেন এবং তাকে নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন। শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ১২টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
গতকাল শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ‘খুকি লাইফস্টাইল’ নামে ওই শো–রুমটি উদ্বোধন করতে চট্টগ্রামে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন। কিন্তু ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে কিছু লোক শো-রুম উদ্বোধনে মেহজাবীনকে প্রতিরোধের ঘোষণা দেয়। পরে নিরাপত্তা বিবেচনায় শো–রুমের মালিকপক্ষ তাকে ছাড়াই শো-রুম উদ্বোধন করেন।
গত কয়েকদিন ধরে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর উপস্থিতিতে শো–রুমটি উদ্বোধন করা হবে। খুকি লাইফস্টাইলের মালিক নাসির বলেন, ‘প্রশাসন নিষেধ করায় আমরা রিস্ক নিইনি। শুক্রবার বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষকে দিয়ে শো–রুম উদ্বোধন করা হয়েছে। তবে শো-রুমটি মেহজাবীন উদ্বোধন করতেন না, তিনি লাইভ করতেন।’
শো–রুমের ব্যবস্থাপক ইমদাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। আমরা তাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না।’
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার চট্টগ্রামের বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষকে দিয়ে এই শো–রুমে মিলাদ আয়োজন করেছিল মালিকপক্ষ। শনিবার বিকেলে তারা এক নায়িকাকে দিয়ে সেটি উদ্বোধনের ঘোষণা দেয়। বিষয়টি সাংঘর্ষিক বলে ২০ থেকে ২৫ জনের একটি দল বিকেলে শো–রুমটির সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে আয়োজকরা ওই নায়িকাকে ছাড়াই শো–রুম উদ্বোধন করেন।’
খুকি লাইফস্টাইলের শো–রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার কথাও জানান তিনি।
এ ঘটনার পর শনিবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘আমার সকল বন্ধু–বান্ধব, পরিবার ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি, আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শো–রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শো–রুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক ও আমি সিদ্ধান্ত নিয়েছি, নিরাপত্তার অভাবে আমরা শো–রুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’