সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর : ধর্ম উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে বিভ্রান্তিকর উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প ভোট পাওয়ার জন্য এ ধরনের কথা বলে থাকতে পারেন, ভোটের ময়দানে অনেকে অনেক কথা বলে থাকেন।’
দেশের পরিস্থিতি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশে সব ধর্মের মানুষেরই রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার স্বীকৃত। সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। সরকার তাদের ধর্ম, তাদের ব্যবসা, তাদের রাজনৈতিক কথা বলার অধিকার নিশ্চিত করেছে।
আজ রোববার (৩ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর মব হামলা ও তাদের সম্পদ লুট হচ্ছে বলে অভিযোগ করেন। ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে বাংলাদেশের বর্তমান অবস্থার কোনো মিল নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
হিন্দু সম্প্রদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেছেন, ‘বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আমরা শুনছি, তবে অনুসন্ধান করে আমরা এর সত্যতা পাচ্ছি না। আমরা এই কথা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারাবদ্ধ এদেশে যারা অন্যান্য ধর্মের অনুসারী আছেন, তারা নিরাপদে আছেন। এ দেশের নানা ধর্মাবলম্বী নাগরিক যারা আছেন প্রত্যেকের অধিকার আছে। তাদের সিটিজেন রাইটস আছে, রিলিজিয়াস রাইটস আছে, এটা সাংবিধানিক রাইট। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সম্প্রতি পূজা-পার্বণসহ যে উৎসবগুলো গেল, আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি।’