খাগড়াছড়িতে নবীন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনানিবাসে ‘ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি)’ রিক্রুট ব্যাচ ২০২৪-এর মৌলিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) সকালে দীঘিনালা প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে মৌলিক প্রশিক্ষণ শেষে ৭৫৮ নবীন সৈনিক শপথ গ্রহণ করেন।
কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান নবীন সেনা সদস্যদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ চলাকালীন নবীন সৈনিকদের বিভিন্ন বিষয়ে সেরা নৈপূণ্য প্রদর্শন করার জন্য ছয় নবীন সৈনিককে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি (এফএআরটিসিতে) বৃক্ষ রোপণ করেন।
কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এবং ঊধ্বর্তন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।