আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/11/aajaarbaaijaan_paunchechen_prdhaan_updessttaa.jpg)
কপ-২৯ বা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সেখানে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করেছেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।