কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ জেলায় জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জননন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) উপজেলার কুতুবপুর গ্রামের নিজের গড়া স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে নানা আয়োজনে দিনব্যাপী চলে জন্মবার্ষিকীর অনুষ্ঠান।
বিদ্যালয়টির শিক্ষার্থীদের অংশ গ্রহণে পবিত্র কোরআন খতমের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জন্মদিনের কেক কাটা হয়।
এসব কর্মসূচিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডার আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১১টার দিকে জেলা শহরের সাতপাই এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় শিশু-কিশোর থেকে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন। এতে হলুদ পাঞ্জাবি-শাড়ি পরে হিমু ও রূপা সেজে শোভাযাত্রায় অংশ নেন তরুণ-তরুণীরা।
শোভাযাত্রা শেষে মোক্তারপাড়া মাঠে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অধ্যাপক মতীন্দ্র সরকারসহ হুমায়ূনভক্তরা উপস্থিত ছিলেন।
হুমায়ুন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।