দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে ‘সাফারি পার্ক, গাজীপুর’
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর খুলেছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর’। তবে পার্কটির নতুন নামকরণ হয়েছে ‘সাফারি পার্ক, গাজীপুর’। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সাময়িকভাবে সীমিত পরিসরে দর্শনার্থী প্রবেশ উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে।
পর্যটন সৌসুম বিবেচনায় নিয়ে সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য পার্কটি খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত ৫ আগস্ট পার্কের ফটক ভেঙে হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে চালু করা হয়েছে। আমরা আশা করছি, এবার পর্যটন মৌসুমে দর্শনার্থীদের পদচারণায় পার্কটি বিনোদনের জন্য আবারও মুখরিত হয়ে উঠবে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, পার্কটি এখন থেকে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নয় নতুন নামকরণ করা হয়েছে ‘সাফারি পার্ক, গাজীপুর’।