ময়মনসিংহ বিদেশি মদ ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার তিন
ময়মনসিংহের ধোবাউরা থানা পুলিশ বিদেশি মদের বোতলসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. আল আমিন, (৩৫), মো. আমিরুল ইসলাম (৩২) ও মো. আ. হেলিম (২৩)।
এ সময় মাদক পরিবহণকারী একটি মাইক্রোবাসও আটক করে জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের নামে ধোবাউড়া থানায় মামলা করা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পঞ্চনন্দপুর আহম্মেদের দোকানের সামনে থেকে দুই লাখ টাকা মূল্যের বিদেশি মদ, একটি মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা আসামিরা দীর্ঘদিন ধরে বিদেশি মদের বেআইনি ব্যবসা করে আসছিলেন বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।