ইমামকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মোটা অংকের চাঁদা আদায়ের জন্য পাটেরবাগ জামে মসজিদের ইমাম হাফেজ সোলাইমান হাওলাদারকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে চাঁদা দাবি করা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি অপহরণকারীদের। অবশেষে ফরিদপুরের সদরপুর এলাকা থেকে দাদন (৪০) ও বাকী হোসেন (৩৫) নামে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুর জেলার সদরপুর এলাকা থেকে অপহৃত হাফেজ মো. সোলাইমান হাওলাদারকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেপ্তার করে র্যাব-১০। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাবের কর্মকর্তা তাপস কর্মকার জানান, হাফেজ সোলাইমান হাওলাদার দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীর পাটেরবাগ জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। গত ৬ অক্টোবর বাসা থেকে বের হন তিনি। ওইদিন বিকেলে সোলাইমানের বাবা ও মায়ের মোবাইল ফোনে দাদন নামের এক ব্যক্তি ফোন করে জানান যে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। সোলাইমানকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে আটক করে রেখেছেন তারা। এজন্য সোলাইমানের মুক্তিপণ হিসেবে ৬০ লাখ টাকা দাবি করে চক্রটি। দাবিকৃত টাকা না দিলে তারা সোলাইমানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকিও দেয়। এরপর ফোন রেখে দেয়।
এ ঘটনার পর সোলাইমানের স্ত্রী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি অপহরণ মামলা করেন। সেই মামলায় অপহরণকারী দাদনকে সঙ্গীসহ ফরিদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।