অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না : তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মাফিয়া সরকারের প্রায় ১৫ বছরে তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব না। কিন্তু তিন মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সব দাবি পূরণ করা হয়ত অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয়, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না।’
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘রাষ্ট্র সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের যদি সংস্কারের অগ্রাধিকার ভুল হয়, দেশের মানুষ তা মেনে নেবে না; রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো সংস্কারই টেকসই হবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সংস্কার করতে গিয়ে অগ্রাধিকারের বিষয়টি যদি ভুল হয় তাহলে কিন্তু সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।