নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের আভাস ড. তোফায়েলের
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে সদস্য, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহেমদ বলেছেন, দলীয় প্রতীকের ব্যাপারে এখনও আমরা ফাইনাল করিনি। তবে, আমরা যেসব কথাবার্তা বলি, তাতে মনে হয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হোক, এটা আমরা চাই না। লোকাল গভর্নমেন্ট আইন পরিবর্তন করতে হবে। আইনের পরিবর্তন হলে কী ধরনের পরিবর্তন করতে হবে, এগুলো বিষয়। নতুবা, আপনারা (সাংবাদিক) যা বললেন, একদিনেও কিন্তু নির্বাচন আয়োজন সম্ভব না।
আজ শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) মতবিনিময় সভায় ড. তোফায়েল এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, কমিশন কত খরচ করল, সেটা হিসাব বের করলাম প্রায় দুই হাজার কোটি টাকা। বিরাট অঙ্কের টাকা খরচ হচ্ছে ম্যাজিস্ট্রে ও মাঠ প্রশাসনের পেছনে৷ পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে, কিন্তু প্রয়োগ হয় না। আমরা চাচ্ছি যারা বিদেশে আছেন কেবল তারা নন, যেন যারা দেশে আছেন—অক্ষম, নারী, কর্মস্থলের কারণে যারা এলাকার বাইরে আছেন তাদের জন্য সুযোগটা রাখতে চাই। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের যেন সুযোগটা নিশ্চিত করা যায় সেটা ভাবা হচ্ছে। এতে একটা বিরাট অসুবিধা হচ্ছে, তাদের আইডি কার্ড নেই। এক্ষেত্রে পাসপোর্টকে আমলে নেওয়া কথা ভাবছি।
সভায় নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।