বরিশালে অটোরিকশার গ্যারেজ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/20/brishaal.jpg)
বরিশালে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় দুটি অটোরিকশার গ্যারেজ থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে উপস্থিত থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গতকাল বিকেলে চাঁদমারি স্টেডিয়াম কলোনি থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদমারি স্টেডিয়াম কলোনির বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার (৩১)।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই অস্ত্রগুলো কী কাজে ব্যবহারের জন্য তারা মজুদ করেছে তা জানার চেষ্টাও চলছে। এছাড়াও এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।