যাত্রীবাহী বাসে তল্লাশি, বিপুল জাল নোটসহ আটক ৫

নাটোরে যাত্রীবাহী বাস থেকে জাল নোটসহ এই পাঁচজনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাল নোটসহ পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল সদর উপজেলার চাঁদপুর এলাকায় রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খান ও রফিকুল নামে পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯২৪টি এক হাজার টাকার ও ৯৫টি ২০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বাড়ি বরিশাল, ঝালকাটি ও সাতক্ষীরা জেলায়। তারা জাল টাকার মাধ্যমে রংপুর থেকে আলু কেনার পরিকল্পনায় সেখানে যাচ্ছিল বলে জানায় পুলিশ।