‘অহিংস গণ-অভ্যুত্থানের’ সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার
তথাকথিত অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম। গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টা ১৫ মিনিটে গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মাহবুবুল আলম চৌধুরী কথিত অহিংস গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও অন্যতম আহ্বায়ক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।