আইনজীবী সাইফুল হত্যা
চট্টগ্রাম আদালতে আজও কর্মবিরতিতে আইনজীবীরা
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) আদালতের কার্যক্রম বন্ধ থাকলেও আইনজীবীরা তাদের চেম্বারসহ অন্যান্য কাজও বন্ধ রেখেছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে কী কর্মসূচি ঘোষণা করা যায়।
এদিকে, চট্টগ্রাম আদালতে সহিংসতায় আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে বদলি করে পুলিশ পরিদর্শক মো. আব্দুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বুধবার থেকে দুদিনের কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। এ কারণে চট্টগ্রাম জেলা, বিভাগ ও মহানগরের ৭৪টি আদালতে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।