রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/02/rimaandd_shesse_kaaraagaare_aanisul.jpg)
রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান সাবেক এই মন্ত্রীকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে কয়েকদফা বিভিন্ন মামলায় রিমান্ডে পাঠানো হয়।
এজাহার থেকে জানা গেছে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকেল সাড়ে চারটায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। রাত ৯টা ১৯-এর দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আনিসুল হক ৪ নাম্বার এজাহারনামীয় আসামি।