বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী তার আইনজীবী মো. একলাস উদ্দিন ভূঁইয়ার মাধ্যমে এ আবেদন করেন।
রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) বিবাদী করা হয়েছে।
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক অপারেশন অ্যাক্ট ২০০৬-এর ২৯ ধারা অনুযায়ী, এই আবেদনে দেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য হাইকোর্টকে অনুরোধ করা হয়। একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়ার জানান, চলতি সপ্তাহের শেষের দিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে আশা করা হচ্ছে।