চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি আগামী ২ জানুয়ারি
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকননেতা চিন্ময় কৃষ্ণ দাশের জামিনের শুনানি হয়নি। আসামিপক্ষের কেউ আদালতে উপস্থিত না হওয়ায় মামলার পরবর্তী তারিখ ২ জানুয়ারি-২০২৫ ধার্য করেছেন মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা অন্তরীণ আসামি ইসকননেতা চিন্ময় কৃষ্ণ দাশের জামিন আবেদনের বিষয়কে কেন্দ্র করে আজ সকাল থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। এ সময় তাঁরা গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘটিত সব ঘটনায় চিন্ময় দাশকে আসামি করার দাবিসহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেন।
এদিকে বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য আসামি পক্ষের কেউ উপস্থিত না থাকায় পরবর্তী শুনানির তারিখ ধার্য হয় বলে জানান আইনজীবীরা।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের খবরে উত্তপ্ত হয়ে উঠে দেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামের আদালতপাড়ায়ও চলে বিক্ষোভ। এরই মধ্যে গত ২৬ নভেম্বর বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।