আলিফের খুনিরা আইনের আওতায় আসবেই : অ্যাটর্নি জেনারেল
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিরা যত ক্ষমতাধর হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে এপিপি অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এপিপি অ্যাডভোকেট আলিফ চট্টগ্রামে আদালাত এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন।
এর আগে অ্যাটর্নি জেনারেল ঢাকা থেকে বিমান যোগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীসহ চট্টগ্রামের আইনজীবীরা তাঁকে স্বাগত জানান। এরপর সড়ক পথে লোহাগাড়ার উদ্দেশে রওয়ানা দেন তিনি। এরপর তিনি সাইফুল ইসলাম আলিফের সমাধিস্থলে পৌঁছে কবর জিয়ারত করে বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করেন।
এরপর স্থানীয় মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সদস্য অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট কুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট শুব্রত চৌধুরী, চট্টগ্রামের জিপি অ্যাডভোকেট আবুল কাসেম, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, বিএনপিনেতা আব্দুল গাফ্ফার চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান, চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারীসহ সিনিয়র আইনজীবী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সেখানে নেতারা শহীদ আলিফের বাবা জামাল উদ্দিনকে সান্ত্বনা দেন।