মাদকসহ রাজধানীতে ৩ যুবক গ্রেপ্তার
নতুন মাদকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের সহকারী পরিচালক রাহুল সেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গুলশানের কাজী মইনুল ইসলামের ছেলে কাজী মারুফুল ইসলাম ওরফে রাজ (২৬), একই এলাকার আবুল কালাম বেপারীর ছেলে ইসমাইল বেপারী (৩০) ও ধানমণ্ডির মৃত জুবায়ের নঈমের ছেলে সাকিব নঈম (২৭)।
রাহুল সেন জানান, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ১ কেজি ৪০ গ্রাম, ক্যানাবিনলযুক্ত কান্ডি ৬০ গ্রাম, তরল ক্যানাবিনয়েড ৩৮ গ্রাম, ম্যাজিক মাশরুম ১৮ গ্রাম, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদের বরাতে রাহুল সেন জানিয়েছেন, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনতেন তারা। অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে কৌশলে মাদক পৌঁছে দিতেন তারা। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ-তরুণী এসব মাদক টাকার বিনিময়ে কিনে নিয়ে সেবন করেন। এসব মাদকের দাম প্রচুর।