বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালন

গোপালগঞ্জে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালীন সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসার ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান দুর্নীতি দমন ও প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বচ্ছতায় ‘আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর, সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার প্রেমানন্দ মন্ডল, দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেজর সরদার নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মো. আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সমন্বয়ক আজিজুর রহমান শান্ত, কোর্ট মসজিদের ইমাম মাওলানা মুফতি হাফিজুর রহমান, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আবু সাঈদ মো. আব্দুল্লাহ, সাংবাদিক শেখ মোস্তফা জামান প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির ও দুদক পতাকা উত্তোলন করেন দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান। পরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়।