গণঅভ্যুত্থানে শহীদ রাসেলের পরিবার পেল কৃষিজমি ও গৃহ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মো, রাসেল মিয়ার পরিবারকে ১০ শতাংশ খাস কৃষিজমি হস্তান্তর ও গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলার বারহাট্টায় এই কৃষিজমি হস্তান্তর ও গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধীজনসহ শহীদ রাসেল মিয়ার পরিবারের সদস্যরা।