মিরপুর ২ নম্বর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিরপুর-২ আবাসিক এলাকায় অবৈধভাবে যেসব ভবন নির্মিত হয়েছে সেসব ভবনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
রাজউকের জোন-৩/২-এর আওতাধীন মিরপুর-২ এলাকায় তিনটি ভবনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজউক) শীলাব্রত কর্মকারের নেতৃত্বে অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফের তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
মিরপুর ২ নম্বরের (চিড়িয়াখানা রোড) ১ নম্বর রোডের এ ব্লকের ২ নং প্লটের সালেহা বেগমের নির্মাণাধীন বাড়ি, চ ব্লকের ৮১, ৮২ নং প্লটের মো. আব্দুল মান্নানের বাড়ি ও জি ব্লকের মো. সৈয়দ আহম্মেদের নির্মাণাধীন বাড়ি নিয়ম বহির্ভূতভাবে করায় আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে। এ সময় নিয়ম বহির্ভূতভাবে নির্মিত অংশ ভবনের মালিকদের নিজ নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।