ইএসডিওর তিনযুগ পূর্তি : ম্যুরাল উদ্বোধন করলেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিওর তিনযুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। ‘তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পথ চলার তিনযুগপূর্তিতে এসব কর্মসূচি নিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিন যুগপূর্তির ম্যুরাল উদ্বোধন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল সরকারের পাশাপাশি দেশের আর্ত্মসামাজিক উন্নয়নে সংস্থাটির বিশেষ অবদানের কথা তুলে ধরেন।
পরে সংস্থার পক্ষ থেকে তিন শতাধিক আদিবাসি ও হতদরিদ্র শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ইএসডির নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।