ভৈরবে আমনের ভালো ফলন, দামে খুশি কৃষক
আবহাওয়া অনুকূলে থাকায় ও সময় মতো কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক নির্দেশনা ও পরামর্শে চলতি মৌসুমে রোপা আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। এদিকে ধানের বাজারদরও এবার বেশ ভালো। ফলে খুশি এখানকার কৃষকরা। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে ধানের আবাদ আরও বাড়বে বলে আশাবাদ সংশ্লিষ্ট কৃষকসহ স্থানীয় কৃষি বিভাগের।
কৃষক ও কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে ভৈরবে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা, কৃষি বিভাগের সহযোগিতা আর পরামর্শ-এই ফলনের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। এ বছর গড়ে বিঘাপ্রতি ২৪ থেকে ২৫ মণ ধান উৎপাদিত হয়েছে। যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি। ধানের বাজারদরও ভালো।
ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, চলতি মৌসুমে উপজেলায় দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষকদের এই বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সঠিক সময়ে যথাযথ পরামর্শ দেওয়ায় আবাদ হয়েছে দুই হাজার ৪২৫ হেক্টর।
ভৈরব খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক মিয়া জানান, এখানকার আড়তগুলোতে বর্তমানে সাড়ে ১১শ থেকে ১২শ টাকা মন দরে নতুন আমন ধান বিক্রি হচ্ছে। যা অন্যান্য বছরের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি।