কাল থেকে সচিবালয়ে কাজ করতে পারবেন সাংবাদিকরা
নতুন করে সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। তার আগে নির্দিষ্ট সংখ্যক পাসের ব্যবস্থা করা হবে। যা আগামীকাল সোমবার থেকে দেওয়া হবে। কতসংখ্যক এক্রিডিটেশন কার্ড দেওয়া হবে তা নীতিমালা অনুযায়ী দেখা হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন ও সম্পাদকদের সাথেও আলোচনা করা হবে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া আগামীকাল থেকে সচিবালয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ের সামনে তিনি বলেন, ‘সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে। আগামীকাল থেকে সীমিত সংখ্যক সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। এখন যে নীতিমালা আছে সেই আলোকে নতুন করে সাংবাদিকদের পাস দেয়া হবে।’
তথ্য উপদেষ্টা আরও জানান, ৩ হাজারের বেশি এক্রিডিটেশন কার্ড বিগত সময়ে দেয়া হয়েছে। তারা সবাই সাংবাদিক না। যাচাই বাছাই করা হবে এসব। আপাতত স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এখন একটি অস্থায়ী পাস দেওয়া হবে। তবে সীমিত পর্যায়ে, তা দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা । কাল-পরশু থেকে আবেদন নেওয়া হবে। বর্তমানে যেসব স্থায়ী ও অস্থায়ী পাস আছে সবই বাতিল। পাস সীমিত করা হবে। নীতিমালাতেও কিছু পরিবর্তন আনা হবে বলে জানান তিনি।