নাটোরের কৃষক ঢাকায় ছাত্র হত্যা মামলার আসামি!
নাটোরের কৃষক ঢাকায় ছাত্র হত্যা মামলার আসামি! এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে সিংড়ার বাঁশবাড়িয়া থেকে গ্রেপ্তার এনায়েত করিম রাঙ্গার পরিবার।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ ও রাঙ্গার স্ত্রী উম্মে ছালমা পাপিয়া এ বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল আজিজ। জীবনে কখনও ঢাকায় যাননি বলে জানিয়েছেন। অথচ তাঁর নাম ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় অন্তর্ভুক্ত। ওই মামলার এজাহারে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলায় ৫০ নম্বর আসামি করা হয়েছে কৃষক আব্দুল আজিজের চাচা এনায়েত করিম রাঙ্গাকে।
২৮ ডিসেম্বর শনিবার দুপুরে সিংড়ার বাঁশবাড়িয়া থেকে রাঙ্গাকে গ্রেপ্তার করে সিংড়া থানা-পুলিশ। ওই মামলায় রাঙ্গার ভাতিজা আজিজকে হাতিরপুর আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রাঙ্গার স্ত্রী উম্মে সামলা পাপিয়া দাবি করেন তাঁর স্বামী এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক। তাঁরা পরিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারা অন্তত ২০ জন আহত ছাত্রকে চিকিৎসা করিয়েছেন। এ ছাড়া ছাত্র আন্দোলনে খাবার ও পানি সরবরাহ করেছেন তাঁরা। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় এবং গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাঙ্গা ও তাঁর ভাই আব্দুল আজিজের ঢাকায় ছাত্র হত্যার মামলায় অভিযুক্ত করান ছাত্রলীগনেতা ও তাঁদের ভাতিজা ফয়সাল। যার অডিও রেকর্ড সংরক্ষণ করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চাচা রাঙ্গাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে ছাত্রলীগনেতা ফয়সাল জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
বিশ্ববিদ্যালয়ের হলে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতি করতেন দাবি করে ফয়সাল আহমেদ বলেন, আমি ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত ছিলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী হিসেবে এনায়েত করিম রাঙ্গাকে গত শনিবার দুপুর নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে এই হামলা চালায় বলে রয়েছে অভিযোগ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে রাঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানান, রাঙ্গার বিরুদ্ধে ডিএমপির বনানী ও সূত্রাপুর এবং নাটোরের সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই-আগস্ট বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে দমন করার জন্য এনায়েত করিম রাঙ্গাকে অর্থ দিয়েছিল বলে জানায় পুলিশ।