গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার। প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া শহীদ ও আহতদের তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন, তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে। তবে যোগ্য হয়েও প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের নাম তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তিতে আবেদনের আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্ট শহিদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।