বাস চাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত হন পুলিশ সদস্য আরিফুল ইসলাম (৪২)। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৪টার দিকে মারা যান তিনি।
আরিফুলের ভাগিনা ইমন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। গতকাল নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য। বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাস থেকে নামার সময় ওই বাসেরই চাপায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। এরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে আজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরিফুলের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে।