সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির স্ত্রী নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এদিন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুদক সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। গত ২৩ ডিসেম্বর ঢাকার মহানগর দায়রা জজের ভেকেশান আদালত মহিউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দেশত্যাগের আবেদনে বলা হয়েছে, আসামি নূরজাহান বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন ও অসৎ উপায়ে উপার্জিত এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। আসামি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।
গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মহিউদ্দিনের বিরুদ্ধে দুই কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী নূরজাহানের এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।
আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাংকটি থেকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি।