রোববার সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে রোববার। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বইমেলার উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এ বইমেলার আয়োজন করা হচ্ছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করবেন সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, ‘এবারের বই মেলায় ৪৮টি স্টল থাকবে।’
সুপ্রিম কোর্ট বার সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, ২০১৫ সালে প্রথম বার ভবন প্রাঙ্গণে বই মেলার আয়োজন হয়। এই মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। আইনপেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। মেলায় আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। বইমেলায় আইন, আইনের বিভিন্ন নজির, রাজনৈতিক, শিশু-সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে বই স্টলে রাখা হবে।
সভাপতি আরও বলেন, এ উদ্যোগ সুপ্রিম কোর্ট বারের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা মেলায় অনেক উপকৃত হয়েছেন।